02 November 2008

রিলি ? হু ... :-))


আতর আতর সুবাস নিয়ে
মিহিন বাতাস বইছিলো
জোনাক জ্বলা ডালিম ডালে
অপূর্ব হৈ-চৈ ছিলো

মিষ্টি সুখের সুর ছিলো
তারায় তারায় নুর ছিলো

কাঠ বাদামের কোঠর হতে
কোকিল কুহু ডাকছিলো
ফেরেসতারা চোখের পাতায়
শিশির কণা মাখছিলো

কী-দারুন স্নিগ্ধ মায়ায় ধরনী সেঁজেছিলো সেই ক্ষণটাতে !!
মনভুলানো কোলাহল - প্রান জুড়ানো কলরব প্রকৃতির প্রতিটি প্রান্তরে প্রতিষ্ঠিত প্রাণের প্রবল প্রকাশ
এমন সময় খবর এলো, তবুও পৃথিবীর মন খারাপ !!!!

পৃথিবীর মন ভাল নেই
এ-তো তার দোষ না
আকাশে সব-ই আছে
শুধু নেই জোসনা

বলা হলো, পৃথিবী এটা তো ঠিক বললে না ! ওই যে , চোখের পাঁপড়ি মেলে তাকাও মহাশূণ্যে কোটি কোটি তারকারা তাদের সবটুকু রুপালী জোসনা ছড়িয়ে দিচ্ছে তোমার গায়ে !!

উহুহু...

আমার নিজের করে অনেক আপন একটা দারুন জোসনাধারা চাই -হে প্রভু ,
তোমার কাছে

পৃথিবী এতোদিনে খুব করে জেনে গেছে, মহাবিশ্বের স্রষ্টা তাকে কত ভালোবাসেন তাই বুঝি আহ্লাদী পৃথিবীর মন ভরছিলো না লাখো তারকার হিম হিম শাদা আলোতেও

আচানক দুনিয়াটা আলো ঝলমল
আহা-আহা হয়েছে কি ? এত কোলাহল
কেন শুনি চারিধারে, ঘটনা টা কি ;
ঘুমভেঙে ছুটে আসে দোয়েল পাখি
গাছেদের পাতারাও জেগে উঠে কয়
ক্যামোনে হয়েছি আমি এত আলোময় !!
তখনি ঘোষণা হলো, আযানের সুরে
কোন এক মামনির কোলখানি জুড়ে
এসেছেন যিনি, তিনি নাকি চাঁদ কন্যা
তাই চারিধারে এত- আলোকের বন্যা

কি সব লিখসি …
tongue tongue tongue



শু-ভ জ-ন্ম-দি-ন ...

যেথায় থাকো, তোমায় ঘিরে
থাকুক খোদার রহম-ছোঁয়া

কেক চাইনা - কোক চাইনা
একটু শুধু দিও দোয়া



28 September 2008

প্রিয়, ঈদ শুভেচ্ছা নিও.. :)

ঈদ মুবারাক-ঈ-দ
মলিন-মুখি খুকির মনে
জমাট বাঁধা জিদ ।।

চোকখু ফোলা ফোলা..
বাবার দেয়া জরীর জামা
দেয়না মনে দোলা !

'একটু হাসো খুকু '
নওল মামা দেয় উপদেশ
ঈদের সময়টুকু-

আনন্দে রও মেতে তুমি ,
পারবে যত খেতে তুমি ,
খেও ঈদের মিষ্টি...
সালাম দিও
আজকে ঘরে, আসবে অনেক ইষ্টি ।।

আম্মু আসেন এবার -
কিন্তু খুকী, ঠোঁট বাকিয়ে
বলছে , "নেভার.. নেভার.. " !!

সেমাই-পায়েশ-মিষ্টি __
রইলো পড়ে ; খুকুর মনে
দুখের মুষল-বিষ্টি !

ছোট্ট চাচু এসে ,
নাকের ডগায় আঙুল ঠুকে
নিজেই দিল হেসে !

খুকির মুখে তালা ;
কয়না কথা - ব্যর্থ হলো
মান ভাঙানোর পালা

কী জানি কি ভুল হয়েছে ..
অনেক না; এক-চুল হয়েছে..
তাতেই এমন গোমড়া_
গুমোট মনে আনন্দ নেই
ব্যথার কাজল-ভোমরা !


এমন সময় ভাইয়া ,
কোত্থেকে যে আসলো ছুটে
এহেন খবর পাইয়া !

খুকুর হাতের মুঠোয় _
হাত বুলিয়ে, বকুল তলে
চললো হেঁটে দু'টোয়

"কী হয়েছে আপুনি ?"
কোমল স্বরে শুধায় তারে,
খুকুর কন্ঠে কাঁপুনি ;

অনেক ভেবে চিন্তে -
বলল শেষে, কিনতে হবে
জরীর জামা তিনটে !!

ভাইয়া ভ্রু কুঁচকে,
চোখে হাসির ঝিলিক দিয়ে
বললো , ও-রে পুঁচকে ,

জানিসনে তুই বুঝি ;
চাচ্চু-মামা-দাদুর ঘরে
চল-তো গিয়ে খুঁজি !!

দু’জনে যায় আবার ঘরে..
শোবার ঘরে- খাবার ঘরে..
করছে খোঁজার ভান..
ফিচলে হাসি ভাইয়া হাসে
টইটম্বুর প্রান !!


তিনটে রঙীন জা-মা ,
গোপন ছিলো চমক দিতে
প্লান করেছে মামা !

খুকী ছুটে বাইরে...
আসমানীরা গরীব বড়
ঈদের জামা নাই-রে !

আম্মু-চাচু-ভাইয়া ,
আব্বু এবং মামার সাথে
দাদু-ও দেখে চাইয়া ,


তাদের যে এক খুকী ছিলো

মুখটা চন্দ্র-মুখী ছিলো

সেই খুকীটা অবলীলায়
ঈদের জামা দিচ্ছে বিলায়’

কেমন খুশি মনে___
হেসে হেসে কইছে কথা
গরীব সখীর সনে !!

হেসেই সবে শেষ
ঈদের খুশি পূর্ণ হলো
মধুর পরিবেশ ।।