আতর আতর সুবাস নিয়ে
মিহিন বাতাস বইছিলো
জোনাক জ্বলা ডালিম ডালে
অপূর্ব হৈ-চৈ ছিলো
মিষ্টি সুখের সুর ছিলো
তারায় তারায় নুর ছিলো
কাঠ বাদামের কোঠর হতে
কোকিল কুহু ডাকছিলো
ফেরেসতারা চোখের পাতায়
শিশির কণা মাখছিলো
কী-দারুন স্নিগ্ধ মায়ায় ধরনী সেঁজেছিলো সেই ক্ষণটাতে !!
মনভুলানো কোলাহল - প্রান জুড়ানো কলরব । প্রকৃতির প্রতিটি প্রান্তরে প্রতিষ্ঠিত প্রাণের প্রবল প্রকাশ ।
এমন সময় খবর এলো, তবুও পৃথিবীর মন খারাপ !!!!
পৃথিবীর মন ভাল নেই
এ-তো তার দোষ না
আকাশে সব-ই আছে
শুধু নেই জোসনা
বলা হলো, পৃথিবী এটা তো ঠিক বললে না ! ওই যে , চোখের পাঁপড়ি মেলে তাকাও মহাশূণ্যে । কোটি কোটি তারকারা তাদের সবটুকু রুপালী জোসনা ছড়িয়ে দিচ্ছে তোমার গায়ে !!
উহুহু...
আমার নিজের করে অনেক আপন একটা দারুন জোসনাধারা চাই -হে প্রভু ,
তোমার কাছে ।
পৃথিবী এতোদিনে খুব করে জেনে গেছে, মহাবিশ্বের স্রষ্টা তাকে কত ভালোবাসেন । তাই বুঝি আহ্লাদী পৃথিবীর মন ভরছিলো না লাখো তারকার হিম হিম শাদা আলোতেও ।
আচানক দুনিয়াটা আলো ঝলমল
আহা-আহা হয়েছে কি ? এত কোলাহল
কেন শুনি চারিধারে, ঘটনা টা কি ;
ঘুমভেঙে ছুটে আসে দোয়েল পাখি
গাছেদের পাতারাও জেগে উঠে কয়
ক্যামোনে হয়েছি আমি এত আলোময় !!
তখনি ঘোষণা হলো, আযানের সুরে
কোন এক মামনির কোলখানি জুড়ে
এসেছেন যিনি, তিনি নাকি চাঁদ কন্যা
তাই চারিধারে এত- আলোকের বন্যা
কি সব লিখসি …
শু-ভ জ-ন্ম-দি-ন ...
যেথায় থাকো, তোমায় ঘিরে
থাকুক খোদার রহম-ছোঁয়া
কেক চাইনা - কোক চাইনা
একটু শুধু দিও দোয়া
মিহিন বাতাস বইছিলো
জোনাক জ্বলা ডালিম ডালে
অপূর্ব হৈ-চৈ ছিলো
মিষ্টি সুখের সুর ছিলো
তারায় তারায় নুর ছিলো
কাঠ বাদামের কোঠর হতে
কোকিল কুহু ডাকছিলো
ফেরেসতারা চোখের পাতায়
শিশির কণা মাখছিলো
কী-দারুন স্নিগ্ধ মায়ায় ধরনী সেঁজেছিলো সেই ক্ষণটাতে !!
মনভুলানো কোলাহল - প্রান জুড়ানো কলরব । প্রকৃতির প্রতিটি প্রান্তরে প্রতিষ্ঠিত প্রাণের প্রবল প্রকাশ ।
এমন সময় খবর এলো, তবুও পৃথিবীর মন খারাপ !!!!
পৃথিবীর মন ভাল নেই
এ-তো তার দোষ না
আকাশে সব-ই আছে
শুধু নেই জোসনা
বলা হলো, পৃথিবী এটা তো ঠিক বললে না ! ওই যে , চোখের পাঁপড়ি মেলে তাকাও মহাশূণ্যে । কোটি কোটি তারকারা তাদের সবটুকু রুপালী জোসনা ছড়িয়ে দিচ্ছে তোমার গায়ে !!
উহুহু...
আমার নিজের করে অনেক আপন একটা দারুন জোসনাধারা চাই -হে প্রভু ,
তোমার কাছে ।
পৃথিবী এতোদিনে খুব করে জেনে গেছে, মহাবিশ্বের স্রষ্টা তাকে কত ভালোবাসেন । তাই বুঝি আহ্লাদী পৃথিবীর মন ভরছিলো না লাখো তারকার হিম হিম শাদা আলোতেও ।
আচানক দুনিয়াটা আলো ঝলমল
আহা-আহা হয়েছে কি ? এত কোলাহল
কেন শুনি চারিধারে, ঘটনা টা কি ;
ঘুমভেঙে ছুটে আসে দোয়েল পাখি
গাছেদের পাতারাও জেগে উঠে কয়
ক্যামোনে হয়েছি আমি এত আলোময় !!
তখনি ঘোষণা হলো, আযানের সুরে
কোন এক মামনির কোলখানি জুড়ে
এসেছেন যিনি, তিনি নাকি চাঁদ কন্যা
তাই চারিধারে এত- আলোকের বন্যা
কি সব লিখসি …
শু-ভ জ-ন্ম-দি-ন ...
যেথায় থাকো, তোমায় ঘিরে
থাকুক খোদার রহম-ছোঁয়া
কেক চাইনা - কোক চাইনা
একটু শুধু দিও দোয়া