23 July 2008

গোপন-ডায়েরীর প্রকাশযোগ্য অংশ- 1 ;-)

বিসমিল্লাহ.... (২৫ মে- ২০০৮-রোববার)


ডায়েরী লিখতে ইচ্ছা করে খুউব ! কিন্তু আলসেমীর কারনে লেখা হয় না ।
মাঝে মাঝেই ভাবি, ইশ সেই যে সেই দিনটা ছিলো, ওইদিন কি কি করেছিলাম, যদি লিখে রাখতাম । আজ পড়লে
মজা লাগত !

আজকে অনেক কিছু লিখতে ইচ্ছা করছে । কিন্তু আসলেই লিখবো কিনা বুঝতে পারছি না ।

থাক , প্রথম পেইজে না লিখে আলাদা টপিক দিয়ে লিখি । লেখা গোছানো হবে ।

আচ্ছা, আমার কি ইচ্ছা করবে না, আমার ডায়েরী অন্যরা দেখুক.... ?

উমমমমম..

হ্যা, খুউব ইচ্ছা করবে ।
বাস্তবের ডায়েরীর কথা কারো জীবনে প্রকাশিত না হলেও মৃত্যুর পর কখনও না কখনও লোকে জানতে পারে । কিন্তু এই
পাসওয়ার্ড প্রটেক্টেড ডায়েরীর কথা কোনদিন ও প্রকাশিত হবে না । কষ্টকর ব্যাপার দেখি । হা হা হা...

বাহ, নিজে নিজে লিখতে অনেক মজা পাচ্ছি ! সত্যি বলছি :)

আজ যা নিয়ে লিখবো ...

১. OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
২. OOOOOOOOOOOOOOOOO
৩. OOOOOOOOOOOO

আপাতত এই তিনটা টপিকের কথা মনে পড়লো ।

দেই সাবমিট করে :)



:P (ঢর্রর)

5 comments:

  1. কই, তিনটা টপিক নিয়ে তো কিছুই লিখলেন না.. :/

    পাসওয়ার্ড হ্যাক করা এখন কোন ব্যাপার না.. ভবিষ্যতে তো আরো কোন ব্যাপার হবে না... সো নিশ্চিন্তে লিখতে থাকুন.. একদিন না একদিন সবাই জানবেই...:p


    পাই শুভেচ্ছা :))

    ReplyDelete
  2. Somehow the topics are not visible in my computer.

    ReplyDelete
  3. sHuNnO আপু , পোষ্টের শিরোনাম দ্রষ্টব্য ;-(

    ReplyDelete
  4. ফাইজলামি করার জায়গা পাওনা তাইনা !!! গররর্‌ !!! নাকি বাইনারীতে লিখেছ টপিক, না বাইনারীও হতে পারেনা খালি কয়েকটা শূন্য দেখিযে !! হেঁয়ালিপনা কিন্তু একটু বেশিই হয়ে গেল।

    ReplyDelete
  5. এইটা হইলো গিয়া , গোপন ডায়েরীর প্রকাশযোগ্য অংশ !! :P বুইচ্ছো ;-)

    ReplyDelete