বিসমিল্লাহ.... (২৫ মে- ২০০৮-রোববার)
ডায়েরী লিখতে ইচ্ছা করে খুউব ! কিন্তু আলসেমীর কারনে লেখা হয় না ।
মাঝে মাঝেই ভাবি, ইশ সেই যে সেই দিনটা ছিলো, ওইদিন কি কি করেছিলাম, যদি লিখে রাখতাম । আজ পড়লে
মজা লাগত !
আজকে অনেক কিছু লিখতে ইচ্ছা করছে । কিন্তু আসলেই লিখবো কিনা বুঝতে পারছি না ।
থাক , প্রথম পেইজে না লিখে আলাদা টপিক দিয়ে লিখি । লেখা গোছানো হবে ।
আচ্ছা, আমার কি ইচ্ছা করবে না, আমার ডায়েরী অন্যরা দেখুক.... ?
উমমমমম..
হ্যা, খুউব ইচ্ছা করবে ।
বাস্তবের ডায়েরীর কথা কারো জীবনে প্রকাশিত না হলেও মৃত্যুর পর কখনও না কখনও লোকে জানতে পারে । কিন্তু এই
পাসওয়ার্ড প্রটেক্টেড ডায়েরীর কথা কোনদিন ও প্রকাশিত হবে না । কষ্টকর ব্যাপার দেখি । হা হা হা...
বাহ, নিজে নিজে লিখতে অনেক মজা পাচ্ছি ! সত্যি বলছি :)
আজ যা নিয়ে লিখবো ...
১. OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
২. OOOOOOOOOOOOOOOOO
৩. OOOOOOOOOOOO
আপাতত এই তিনটা টপিকের কথা মনে পড়লো ।
দেই সাবমিট করে :)
:P (ঢর্রর)
কই, তিনটা টপিক নিয়ে তো কিছুই লিখলেন না.. :/
ReplyDeleteপাসওয়ার্ড হ্যাক করা এখন কোন ব্যাপার না.. ভবিষ্যতে তো আরো কোন ব্যাপার হবে না... সো নিশ্চিন্তে লিখতে থাকুন.. একদিন না একদিন সবাই জানবেই...:p
পাই শুভেচ্ছা :))
Somehow the topics are not visible in my computer.
ReplyDeletesHuNnO আপু , পোষ্টের শিরোনাম দ্রষ্টব্য ;-(
ReplyDeleteফাইজলামি করার জায়গা পাওনা তাইনা !!! গররর্ !!! নাকি বাইনারীতে লিখেছ টপিক, না বাইনারীও হতে পারেনা খালি কয়েকটা শূন্য দেখিযে !! হেঁয়ালিপনা কিন্তু একটু বেশিই হয়ে গেল।
ReplyDeleteএইটা হইলো গিয়া , গোপন ডায়েরীর প্রকাশযোগ্য অংশ !! :P বুইচ্ছো ;-)
ReplyDelete