20 July 2008

এটাও কিস্যু না :-/



এই যে দেখ পাখি ;
গোসল করতে গিয়ে কেমন,
দিচ্ছে মাথায় ঝাঁকি

কান্ড দেখে হাসি..
মনটা বলে, পাখি তোমায়
অনেক ভালোবাসি

পালকে জল ছোঁয়ালে,
কী হয় এমন?- নেবে বলো ?-
একটা নীলাভ তোয়ালে ?

এমনি মাথা ঝাঁকালে,
আমার বড় পাচ্ছে হাসি,
তোমার দিকে তাকালে

ডট.ডট.ডট.ডট........

5 comments:

  1. এমনে মাথা না ঝাঁকালে কি আর এমনে কবিতা বাইর হয়?

    বিবেকের জন্য পাখিটার কষ্ট দেখে আমার মায়া লাগতাছে।

    ReplyDelete
  2. হেহ হে... :P

    এইজন্যই মনে হয়,

    "কান্ড দেখে হাসি
    মনটা বলে পাখী তোমায় অনেক ভালোবাসি"

    ReplyDelete
  3. বাহ! দারুন কোবতে হয়েছে :)


    পাই শুভেচ্ছা রইল :))

    ReplyDelete
  4. পুরাই ঝাকাস! এক্কেরে ঢেড়স! ;)

    ReplyDelete
  5. শূন্য আপু, আর কত পাই শুভেচ্ছা দিবেন ? পাই শুভেচ্ছা পাইতে পাইতে তো পায়ের ঘাম মাথায় উঠলো :P o_O


    ট্রায়াংগেল, আমার কোবতেরে আপনে ঢেড়স কইলেন ^_^ ? আপনেরে মাইনাচ :-/

    ReplyDelete