13 July 2008

আর ইউ আ মুজলিম ?? :P

সিঙ্গাপুর।
বিমান থেকে নামলাম। বিমানের খাবার পছন্দ হয়নি। তাই খাইনি। খিদায় খারাপ অবস্থা !


এয়ারপোর্ট থেকে নেমেই দেখি বিরিয়ানীর দোকান। দারুন ঘ্রান বাতাসে। ভাবলাম যত ডলার খরচ হোক, আগে খেয়ে নিই, দাম জিজ্ঞেস করবোনা। লাইনে গিয়ে দাঁড়ালাম।

গিভ মি ওয়ান প্লেট , বলতেই আমার দিকে তাকালো দোকানী। প্রথমেই ওর চোখ গেলো আমার মাথার দিকে । হেঁড়ে গলায় জিজ্ঞেস করলো " আর ইউ আ মুজলিম ?"

আমি বললাম, ইয়াস ! আই আম আ মুজ(!)লিম !

লোকটি ভ্রু কুচকে বললো, "দিস ফুড ইজ নট হালাল ফর ইউ"

আমি ভাবলাম , খাইছে ! যদি মাথায় টুপিটা না থাকতো, আর খাওয়া-দাওয়া শেষে বলতাম, বিরানি বড় স্বাদের হইছে ব্রাদার,মাংশটা কিসের ছিলো ?



(ঘটনা বাসতব - শুধু "আমি"টা আমি নই)

2 comments:

  1. যারা মুসলিম দেশে থাকে তারা যে কি মহা নিশ্চিন্তে থাকে! বিদেশে পা দেয়ার আগেই প্লেইনের শুরু হয়ে যায়- ইজ দিজ হালাল? ... ওকে, মে আই হ্যাভ কমপ্লিট ভেজ প্লীজ? ...... হালাল দোকানের জন্যে কত দূরে দূরে যে যেতে হয়... ;(

    ReplyDelete
  2. orere!!
    pulada kun fake-fokoroe dash-boidash ghuira ailo...jante-o pallamna:((

    ReplyDelete