13 July 2008

সূর্যাস্তের বেলা (লা-শরীকে স্মরি)


লুটায়ে পড়িছে মহাবিশ্ব
ধরনীটা নিঃস্প্রান-নিঃস্ব

নদী তীরে তীরে
পাখি ধীরে ধীরে
আসে ফিরে নীড়ে
শান্তির ঢেউ ভাসে আকাশে

দাবদাহ ক্ষান্ত
ধরনীটা শান্ত
আকাশ-সীমান্ত
মনে হয় জান্নাতী শাখা-সে

নদী-তট ধরে দূরে তাকালে
গরু নিয়ে ঘরে ফেরে রাখালে

মাঝি দাঁড় টানে
ভাটিয়ালী গানে
কল-কল তানে
হৃদয়ের পাখি মেলে পুচ্ছ

ধুষরিত দূরে
আযানের সুরে
বালুচর জুড়ে
নেচে ওঠে কাশফুল গুচ্ছ

একটানা বয়ে চলে তিস্তা
খুশিতে খোদারে করি সিজদা

উঠে বসি ধীরে
প্রিয় ধরনীরে
দেখি ফিরে ফিরে
মনেতে থাকেনা কোন ভ্রান্তি

বুকে হাত ধরি
লা-শরীকে স্মরি
আহা মরি মরি
চারিধারে কী-মধুর শান্তি

No comments:

Post a Comment