24 July 2008

হি ইজ দ্য টিচার অব অল টিচার...

হুনাইনের যুদ্ধের ঘটনা । পরাজিত হতে হতেও আল্লাহর মেহেরবানীতে মুসলমানরা বিজয় লাভ করলেন । কুরআনে বর্ণিত নিয়মানুযায়ী যুদ্ধলব্ধ সম্পদের ৪/৫ অংশ মুজাহিদদের মাঝে বিতরন করে দেয়া হল ।

আব্বাস নামের এক নওমুসলিম কবি তার অংশে ঠিক সন্তুষ্ট হতে পারলো না । সে কবিতার মাধ্যমে তার অসুন্তষ্টি প্রকাশ করলো ।

মহানবী সাঃ কবিতা শুনে হাসলেন এবং আলী রাঃ কে বললেন "ওকে নিয়ে যাও এবং জিহবা কেটে দাও"।

আলী রাঃ ভয়ে কম্পমান নওমুসলিম কবিকে মাঠে নিয়ে গেলেন এবং ...


মাঠে প্রচুর পরিমান ভেড়া ও ছাগল জমা করা ছিলো । আলী রাঃ কবিকে বললেন,
"এখান থেকে যত ইচ্ছা নিয়ে নাও"


কবি আনন্দে চিতকার করে উঠলেন, "মহানবী সাঃ কি এভাবেই আমার জিহবা কাটতে বলেছেন ? আল্লাহর নামে শপথ করে বলছি, আমি কিছুই নেবো না !"...

No comments:

Post a Comment