28 July 2008

@@@@@@

দিন দুপুরে হিন্দু পুড়ে
ছাই হয়েছে - খবর রটে
বিন্দুটারে সিন্ধু করে -
সেই খবর-ই জবর রটে


সংখ্যালঘু নির্যাতিত
মৌলবাদীর দোষটা-খাটি
কলম ফেটে দরদ ঝরে
সম্পাদকের কান্নাকাটি


বুদ্ধিজীবি বিবৃতি দ্যান
মৌলবাদের শেকড় তোল
জঙ্গীবাদি ততপড়তা
সত্যি এবার রূখতে হলো


জানতে পারি দু'দিন পরে
আসল খবর - খুব মামুলি
দুখ্খজনক দুর্ঘটনায়
প্রাণ হারালো মানুষগুলি


ধুমপায়ী এক লোকের হাতে
নিজের ঘরেই অগ্নিশিখা
সেই আগুনেই পুড়লো মানুষ
হয়তো ছিলো ভাগ্যে লিখা


মৌলবাদের জিন্দাবাদের
জন্য তো ভাই এই লেখা না
"উত্তেজিত হবার আগে
সবার উচিত সত্য জানা"

8 comments:

  1. তুমিতো দূর্দান্ত ছন্দ মেলাতে পারো!

    ReplyDelete
  2. @ফারজানা, এতদিনে চিনলেন?

    কবিরা সাধারণত লোকেদের উত্তেজিতই করে থাকে... বিবেকের কবিতা নতুন এক ডাইমেনশন..... :)

    বিবেকের প্রতি স্পেশাল নোটিশ.... কবিতা-ছড়া এসব কিশোর কন্ঠ, ছাত্র সংবাদ এসবে পাঠাতে হবে... ঠিক আছে? বিশেষ করে, কিশোরদের উপযোগী মজার মজার ছড়া লেখ.... নইলে কিন্তু খবর আছে বলে দিলাম। আগামী বই মেলাতে বিবেকের দুর্দান্ত ছড়ার বই দেখতে চাই।

    (বি.দ্র: কোন ধরনের ধানাই পানাই করা কমেন্ট করে পিছলানোর চেষ্টা করা চলবে না আগেই বলে রাখলাম)

    ReplyDelete
  3. 1. কি.ক এর সাথে পরিচয় আছে । লেখাও আছে ।

    2. ছা.স. এর সাথে পরিচিত হবার ইচ্ছা নাই :-/

    3. বই প্রকাশের জন্য প্রয়োজনীয় টাকা পয়সা ম্যানেজ করার দায়িত্ব আপনাকে দেয়া হলো o_O রাজি কিনা বলেন ;-) হে হে

    ReplyDelete
  4. ঘটনা সত্য নাকি?

    ReplyDelete
  5. রাজী হলাম.....

    তবে শর্ত হচ্ছে বাচ্চাদের জন্য হতে হবে... এবং অবশ্যই দুর্দান্ত হতে হবে।

    তোমার কল্যাণে না হয় প্রকাশক হয়েই গেলাম!

    ReplyDelete
  6. ওহে মাহমুদ রহমান !!! কবিকে শর্তপাশে বাধিওনা হে !! কবিকে স্বাধীনতা দাও ! :P

    ReplyDelete