28 July 2008

o_O

অবশেষে একবুক ব্যাথা নিয়ে
সেই ছেলেটি শুয়ে পড়লো তার
অগোছালো শাদা বিছানায়
মনের গভীরে বিতৃষ্ঞার
তোলপাড় তুলে ক্ষণে ক্ষণে
কেবল এপাশ ওপাশ
শ্বাসরুদ্ধ কালক্ষেপণ..

ঘুমের কুহকে আবিষ্ট বালক
পারেনা ঘুমাতে অব্যক্ত যন্ত্রনায়
জানালার শার্সিতে পরদা ছিলো না
ঠিক মাথার কাছেই শীতল হাওয়া
তবুও চাদের সুমিষ্ট চুমুর
পরশ আসেনি সে রাতে
আকাশে গাঢ় অন্ধকারের
মেঘাচ্ছন্নতা ই ছিলো অবোধ্য
বালকের একমাত্র সান্তনা

আহা, এমনি করে সুঘন
সুপুষ্ট অন্ধকারে ঢেকে থাক
দশ দিক- অনন্ত সময় ধরে;
নিরাশার দোলায় দুলতে থাকা
মানুষেরা যেন সবকটা কৌতুহলি-
উতসুক চোখের আড়ালে আনমনে
নিজেকে শেষ করে দিতে পারে





;(

1 comment: