অবশেষে একবুক ব্যাথা নিয়ে
সেই ছেলেটি শুয়ে পড়লো তার
অগোছালো শাদা বিছানায়
মনের গভীরে বিতৃষ্ঞার
তোলপাড় তুলে ক্ষণে ক্ষণে
কেবল এপাশ ওপাশ
শ্বাসরুদ্ধ কালক্ষেপণ..
ঘুমের কুহকে আবিষ্ট বালক
পারেনা ঘুমাতে অব্যক্ত যন্ত্রনায়
জানালার শার্সিতে পরদা ছিলো না
ঠিক মাথার কাছেই শীতল হাওয়া
তবুও চাদের সুমিষ্ট চুমুর
পরশ আসেনি সে রাতে
আকাশে গাঢ় অন্ধকারের
মেঘাচ্ছন্নতা ই ছিলো অবোধ্য
বালকের একমাত্র সান্তনা
আহা, এমনি করে সুঘন
সুপুষ্ট অন্ধকারে ঢেকে থাক
দশ দিক- অনন্ত সময় ধরে;
নিরাশার দোলায় দুলতে থাকা
মানুষেরা যেন সবকটা কৌতুহলি-
উতসুক চোখের আড়ালে আনমনে
নিজেকে শেষ করে দিতে পারে
;(
:-P
ReplyDelete