(ভোরবেলা) সদ্য-ফোটা গোলাপ-কলি মনটারে মৌ-চাক করে
ভোরের আলো হৃদয়টারে দেয় যে খুশির জোর দোলা
মুয়াজ্জিনের আযান শুনে
লাভ কি বৃথা সময় গুণে
তড়বড়িয়ে জাগলে পরেই হবে ঘুমের ঘোর-ভোলা
শিশির ধোয়া হিমেল হাওয়া হৃদয়টারে পাক করে
কিচির-মিচির পাখির গানে
কত-ই সুধা জোগায় প্রাণে
সদ্য-ফোটা গোলাপ-কলি মনটারে মৌ-চাক করে
বেতস বনে পাখ্ ফুলিয়ে দোয়েল-সোনা শিষ তুলে
সঙ্গ দেবে আমার সাথে
রঙ্গ কত ভোর বেলাতে
শিখবো কত খোদার গড়া এই মায়াবী ইশকুলে
valo likhecho khoka; sw.in-e kobita ta daono keno? okhane to r-o onnek beshi pathok.
ReplyDeleteআহালে ! কবে আমার আংকেল আইসা কমেন্ট কইরা গেসে, টের ও পাই নাই ;)
ReplyDeleteswi এর কথা বইলো না আংকেল । ভালো লাগেনা ওইটা আর :(
ok khoka, parle 1bar dhu mario eikhane; http://blog.360.yahoo.com/blog-4qrL7bcwd675SzV53xwrFfm5jnNA;_ylt=Auhr2eAhaCZKtnDqrFmNEUCkAOJ3
ReplyDeletehttp://blog.360.yahoo.com/blog-4qrL7bcwd675SzV53xwrFfm5jnNA;_ylt=Auhr2eAhaCZKtnDqrFmNEUCkAOJ3
ReplyDeleteদেখে এলুম । কিন্তু পদচিহ্ণ রেখে আসতে পারলুম না । বলে -You must be a member of Yahoo! 360° to comment on this blog entry.
ReplyDelete