29 July 2008

♪,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,♪

দুপুর বেলা তিন সাথীরে সংগে নিয়ে
চলছে নিপু বাড়ির সবার চোখ এড়িয়ে
করবে সাবুর মোরগটারে জবাই বুঝি
সেই খেয়ালে জোট বেধেছে সবাই বুঝি !
নয়তো আজি' আগুন দেবে গোয়াল ঘরে
বিল থেকে আজ আনবে বুঝি বোয়াল ধরে ।


কিন্তু না'তো চলছে ওরা মাঠের দিকে
সন্ধ্যেবেলা সূর্য-ডোবা পাটের দিকে
এখন দুপুর; পুকুর পাড়ে গাছের ডালে
সবুজ পাতা দুলছে ইষত নাচের তালে
নেই যে কোথাও ঘাস ফড়িং আর প্রজাপতি
জৈষ্ঠ্য মাসের দুপুরটা আজ শান্ত অতি
মুরগীগুলো ঠোট লুকোনো পালক মাঝে
শান্ত ছায়ার তীব্র তাপের আলোক মাঝে


মাঠ ছাড়িয়ে দিঘীর তীরে হিজল গাছে
ঘুঘুর ছানা হয়তো নীড়ে ঘুমিয়ে আছে
ঢিল ছুড়ে আর বিচিত্র সব শব্দ করে
ভয় দেখিয়ে ছানার-মাকে জব্দ করে
একটা ছানা হাতের মুঠোয় আনলো তুলে
মা পাখিটা গাছের শাখায় কানলো দুলে


ছিনিয়ে এনে ঘুঘুর ছানা বাড়ির মাঝে
রান্নাঘরে লুকিয়ে রাখে; হাড়ির মাঝে


হঠাত কারো কান্না শুনে থমকে গেলো
ব্যাপার দেখে নিপুর হৃদয় চমকে গেলো

ছোট্ট যে এক বোন ছিলো তার , হাসতো ভালো
সবার থেকে তাকেই নিপু বাসতো ভালো
বোনটি নাকি সাপের ঘায়ে নীল হয়েছে
নীল গোলাপের সংগে ভীষণ মিল হয়েছে ।
নিপুর হৃদয় উঠলো কেদে বোনের শোকে
একলা ঘরে ডুকড়ে কাদে মনের শোকে

কষ্ট কেমন ! হারায় যদি আপন জনে
হঠাত নিপুর জাগলো ভীষণ কাপন মনে
মা পাখিটার আর্তনাদের শব্দ যেন
মনটা নিপুর করেই দিলো স্তব্ধ যেন
বোনটি তাহার হয়নি তো নীল সাপের ঘায়ে
মুমূর্ষ সে হয়তো নিপুর পাপের ঘায়ে

মনটা বলে করো ছেলে তওবা তুমি
খোদার কাছে; দুষ্টু যতই হও-বা-তুমি

কষ্টে ভীষণ পিচ্চি ছেলের কান্না ঝরে
সেই ছানাটা আনতে ছোটে রান্না ঘরে
দুষ্ট দলের সংগে সকল সখ্য ঘূচে
নতুন শপথ নিলো এবার চক্ষ মুছে B-)

আল্লাহ আমায় মাফ করে দাও রহিম তুমি
দয়ার আধার মহান , মহা-মহিম তুমি

তার পরে সে ঘুঘুর ছানা সংগে নিয়ে
চললো আবার বাড়ির সবার চোখ এড়িয়ে
মা পাখিটা হাসলো ভীষণ আনন্দে যে
হাজার ফুলের হাস্য মনের কানন- দেশে

এবার খানিক পুচকে মনে ভরসা হলো
বোনটি বুঝি নীল থেকে ফের ফর্সা হলো :P
বাড়ির সবার ঠোটের কোণে ফুটলো হাসি
ভাই ও বোনের হৃদয় দুটো উঠলো হাসি ' ;-))

মন থেকে সব আধার কালো বিয়োগ হলো
এবার নিপুর আলোর পথেই নিয়োগ হলো :-B



2 comments:

  1. আপনি পড়িয়াসেন , বাহ ..

    থ্যাঙ্খু ... ;D

    ReplyDelete