04 August 2008

※※※※※※

একবলে ছয়রান
করতে যদি না পারি ভাই

হারাবো সম্মান ;-)

কি করি- কি করি
তীরের কাছে এসে বুঝি
ডুবলো আশার তরী :-(


সবাই সীমানায়
ভাবছে সবাই আপন মনে
কী যে হয়ে যায় B-)


হঠাৎ ভীষণ শব্দ হলো :D
জয়ের মিশন স্তব্ধ হলো
বোলার ভীষণ জব্দ হলো


ছক্কা হলো বুঝি....
বলটা কোথায়, ব্যাস্ত সবাই
করছে খোঁজাখুঁজি ;D


বল না পেয়ে হায় ;-(
মনের দুখে ছটফটিয়ে
স্বপন টুটে যায় ;)


মনের মাঝে স্বপন ঘরে
জয়ের আশা রোপন করে


রাত পোহালো যেই
ছোট্ট পিকু বলতে গিয়ে
হারায় কথার খেই ;P



6 comments:

  1. বাহ, স্বপ্নের মধ্যে ছক্কা মারা নিয়ে ছড়া-কবিতা। মজার তো! ছক্কা মারার আগেই স্বপ্ন টুটে গেলো?

    ReplyDelete
  2. "পড়লাম " - এটা কোন কমেন্ট হলো ? :-/ ^_^ o_O :\


    :( :D

    ReplyDelete
  3. বাহ্‌, দারুন লিখেছ তো।
    আমি ছন্দ একদম মেলাতেই পারিনা মাঝে মাঝে।
    তাই ছড়া লেখায় আমি খুব কাঁচা।

    ReplyDelete
  4. বাহ বেশ বেশ!!

    এমনি করেই হবে!

    ReplyDelete