15 July 2008
গড়ার জন্য ভেঙে ফেলা...
ধরাধামে ঝড় নামে ; মেঘেদের তূর্য
হেঁকে ওঠে , ঢেকে যায় ভাস্বর সূর্য ।
বর্জ্র-নিনাদে ফেটে চৌচির দম্ভ,
থরথর ত্রাসে কাঁপে অহমের স্তম্ভ ।
ধূলি ওড়ে ভূমি ফুঁড়ে কুন্ডুলি পাকিয়ে,
দৈত্যেরা পথ চলে যেন ঘোড়া হাঁকিয়ে !
অবলীলে ভেঙে-চূড়ে সুখ-নীড় আহা কার_?
খড়-সম উড়ে যায়। নিঃস্বের হাহাকার
চারিধারে কেঁদে ফেরে ! বাতাসের তান্ডব
কেড়ে নেয় প্রিয়জন, সুকোমল বান্ধব।
বিজলীর ঝলসানী , বজ্রের হুংকার;
শংকাতে দেহে আছে অবশেষ খুন-কার ?
ধ্বংসের উৎসবে বারি-ধারা উপচায়,
ধরনীরে বিনাশিতে ঝড়োবায়ু খুব চায়।
চারিধারে ঘনঘোর আঁধারের কালোতে
পিলে চমকানো হাসি বজ্রের আলোতে
তান্ডবে মনে ভাসে কিয়ামত রাত্রি
মরনের বন্দরে ধরা আজ যাত্রী !!
ঝড় শেষে পরিবেশে ধ্বংসের স্তুপ,
জীবনের কোলাহল হয়ে গেছে নিঃশ্চুপ ।
ওল্টানো গাছেদের ভাঙা মেরুদন্ড-
বলে দেয় সব আশা আয়োজন পন্ড !
চালু করে জীবনের থমকানো গতিকে
পারবে কি কাটাতে গো এ-বিশাল ক্ষতিকে ?
দুর দুর ! কভূ মোরা দেবো না তো আশা বাদ ,
নব উদ্যমে হবে সাহসের চাষাবাদ ।
ভাঙনের তীর ধরে জমে পলি আস্তর -
মেঘ-ফুঁড়ে মহাতেজে হেসে ওঠে ভাষ্কর !
প্রলয়ের দোলা-মাঝে ভৈরব বৈশাখে...
জীবনের নয়া-সুর বজ্রের ঐ-শাঁখে !
সব থামে, থামে না-রে ক্রন্দন মা-হারার
হৃদয়েতে গুমড়ায় ক্ষোভানল সাহারার!!
ভেঙে-চূরে গড়ে নব-ধরা কাল-বোশেখী
তবু হায় হৃদয়ের দাগ গুলি মোছে-কি !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment