প্রথমটুক ত্রিভুজ লিখসে
......
এমনি করে দেশটা আমার
হচ্ছে চোরের আখড়া
চুরির জিনিস ভাগ করে নেয়
কুকুর শেয়াল কাক রা
কুকুর দেখায় শেয়াল ভালো
শেয়াল বলে কাক
চোরের ভালো চোরে ই বোঝে
দেশ পুড়ে হয় খাঁক
ক্যারেক্টারের সার্টিফিকেট
একজনে দেয় অন্যরে
মুখের ওপর মুখোশ পরায়
সভ্য সাঁজায় বন্যরে
আমজনতার হাতের মুঠোয়
অনেক নাকি ক্ষমতা
চোরের মায়ে আদায় করে
চোরের জন্য মমতা
বীর বাঙালী ভীষণ ভালো
মনটা নরম-আবেগী !!!!!!!!!!!
বেকুবরা সব ভোটার হলে
চোর ছাড়া আর পাবে-কি ?
***************
বেকুব হল আমজনতা, নেতারা সব চোর
দেশ মায়ের এই ঘোর তমশা, কে করিবে ভোর?
কথা আমার ছোট্ট অতি, প্রশ্ন টা এক রত্তি
আমরা এখন কি করব? বলুন, বিবেক সত্যি
****************
এক থোঁকা আঙুড়ে
পঁচা আছে কয়টা ?
প্রথমেই ধরে নেই
নয়টায় - ছয় টা
বাকি তিন তরতাজা
টসটসে রসালো
এই তিনে থোঁকা হতে
ছয়টারে খসালো
*****************
আবার পড়লাম... :)
ReplyDeleteআবার-ও পইড়েন । পাই শুভেচ্ছা...
ReplyDeleteআচ্ছা বিবেক, তুমি কি কখনো ছড়াকার হওয়ার কথা সিরিয়াসলী ভেবেছো? যদি না ভেবে থাকো, আমার মনে হয় একবার হলেও ভাবতে পারো। সিম্পলী ওয়ান্ডারফুল! সোজা বাংলায় 'তোমার ছড়া ভালো বাঁশ মারতে পারে!'
ReplyDeleteNice poem. Thanks.
ReplyDeleteযাযাবর আপু, সিরিয়াসলি ভাবা মানে কি, ছড়া লিখা টাকাপয়সা কামানোর চিন্তা.. ওইটা ক্যামনে করতে হয়- মানে সিষ্টেমটা কি, বলো, দেখি ট্রাই করে :P
ReplyDelete